|

ভালুকায় ছাত্রলীগের বর্ণাঢ্য আনন্দ মিছিল

প্রকাশিতঃ ১১:৩৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৭, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা উপজেলা ছাত্রলীগের আয়োজনে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার অনুকরণীয়, দুরদর্শী বিচক্ষণ নেতৃত্বের জন্য ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও স্পেশাল রিকগনেশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশীপ সম্মাননা অর্জন এবং তাঁর ৭২তম জন্মদিন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।

বৃহস্পতিবার বিকালে উপজেলা আ‘লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মনরুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব। এসময় উপজেলা, পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Print Friendly, PDF & Email