|

স্বাধীনতা সাহিত্য পরিষদের কমিটি গঠন

প্রকাশিতঃ ১২:১৬ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ২৮, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: স্বাধীনতার স্বপক্ষের কবি-সাহিত্যিকদের স্বমন্বয়ে স্বাধীনতা সাহিত্য পরিষদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে ডাঃ হরিশংকর দাশকে প্রধান পৃষ্ঠপোষক করে কবি সৈয়দ শফিক সিংহীর সভাপতিত্বে সমপ্রতি ময়মনসিংহে ওই কমিটি গঠিত হয়। কমিটিতে কবি ডাঃ এইচ.এ.গোলন্দাজ তারা কে সভাপতি ও কবি জাফর সাদেক কে সাধারণ সম্পাদক করে ১৭সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সংগঠনের উপদেষ্ঠা হিসেবে কবি হামিদুল আলম সখা, কবি মাহমুদ আল মামুন, কবি ডাঃ হেফজুল বারী, কবি মতিউর রহমানকে নির্বাচিত করা হয়।

কমিটিতে অন্যান্য পদে রয়েছেন, সহ সভাপতি কবি সৈয়দ শফিক সিংহ, কবি মান্নান ফরিদী খোকা, ও কবি গোলাম কিবরিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক কবি রিয়েল আব্দুল্লাহ ও কবি রায়হানা আক্তার। সাংগঠনিক সম্পাদক কবি শরীফুল ইসলাম সরকার, অর্থ সম্পাদক কবি নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক কবি সাজ্জাদ কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি শাহাজাহান মাহমুদ কার্যকরী নির্বাহী সদস্য কবি আমজাদ, কবি ডাঃ রঞ্জু,কবি আফসানা আফাজ, কবি রাশেদা নাজনীন, কবি সোনিয়া জাহান মনি।

সংগঠনের সভাপতি কবি ডাঃ এইচ.এ.গোলন্দাজ তারা জানান, স্বাধীনতার পক্ষে সাহিত্য চর্চাকে আরও বেগবান করার লক্ষে স্বাধীনতা সাহিত্য পরিষদের মূল লক্ষ্য।

Print Friendly, PDF & Email