শেখ হাসিনার সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ভালুকা পৌর ছাত্রলীগের মিলাদ ও দোয়া মাহফিল
প্রকাশিতঃ ১:৩৭ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ২৮, ২০১৮
 স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা পৌর ছাত্রলীগের আয়োজনে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার অনুকরণীয়, দুরদর্শী বিচক্ষণ নেতৃত্বের জন্য ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও স্পেশাল রিকগনেশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশীপ সম্মাননা অর্জনে শুকরিয়া এবং ৭২তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পৌর এলাকার কাঠালী মদিনাতুল উলুম রাহমানিয়া কাওমি মাদরাসায় ভালুকা পৌর ছাত্ররীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী শাওনের আয়োজনে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে মাদরাসার শিক্ষার্থীদের সাথে পৌর ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে রাতের খারার খাওয়া হয়।


