“জনগণের ক্ষমতায়ন দিবস“ ঘোষণা করায় ভালুকায় যুবলীগের আনন্দ র্যালী
প্রকাশিতঃ ১২:৪৪ পূর্বাহ্ণ | অক্টোবর ০১, ২০১৮
 প্রভাষক আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রস্তাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ২৮ সেপ্টেম্বর প্রধান মন্ত্রী ও আ‘লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিনকে “জনগণের ক্ষমতায়ন দিবস” ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে ভালুকা উপজেলা যুবলীগ।
রবিবার বিকালে উপজেলা যুবলীগের কার্যালয় থেকে উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক এজাদুল হক পারুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে উক্ত র্যালীটির সমাপ্তি হয়।
এ সময় উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ইউনিয়ন যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


