|

শাহজালালে আমদানি নিষিদ্ধ ৪৩০ কার্টন সিগারেট জব্দ

প্রকাশিতঃ ১২:০৮ অপরাহ্ণ | অক্টোবর ০২, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৩০ কার্টন বিদেশি (৮৬ হাজার পিস) সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল।

মঙ্গলবার (০২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (০১ অক্টোবর) রাত ২টা ২০ মিনিটে সৌদি আরবের রিয়াদ থেকে আসা ফ্লাইট থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য ২৫ লাখ টাকার বেশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুল্ক গোয়েন্দার দল ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি রাখে। ফলে রিয়াদ থেকে আসা ফ্লাইটের ৮ নং ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ নিয়ে যাত্রীরা চলে যাওয়ার পর পরিত্যক্ত অবস্থায় ৩টি লাগেজ পাওয়া যায়। লাগেজগুলো রাত ৩টায় খুলে ৪৩০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

জব্দ সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email