|

শেখ হাসিনার আগমন উপলক্ষে ত্রিশালে প্রস্তুতি সভা

প্রকাশিতঃ ৭:২০ পূর্বাহ্ণ | অক্টোবর ০৩, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহে আগামী ১১অক্টোবর প্রধানমন্ত্রী ও আ‘লীগ সভাপতি শেখ হাসিনার আগমন উপলক্ষে ত্রিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ‘লীগ থেকে ময়মনসিংহ ত্রিশাল ৮ আসনের মনোনয়ন প্রত্যাশী ও ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান আনিস।

মঙ্গলবার বিকালে আমিরাবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড বাসষ্ট্যান্ডে আ‘লীগ নেতা হারুন অর রশিদের সভাপতিত্বে শেখ হাসিনার জনসমাবেশকে কি ভাবে জনসমুদ্রে পরিণত করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ত্রিশাল পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মতিউর রহমান চানু, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির আকন্দ, কৃষক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জল, সাধারন সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন, সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি খাদেমুল ইসলাম পাপ্পু, ছাত্রলীগ নেতা সাব্বির আহাম্মেদ সানি ও আমির হোসেন, আমিরাবাড়ি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক কাজী সাইফুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email