টাঙ্গাইলে ১৫০ পিস শাল ও গজারি গাছসহ চোর চক্রের সদস্য আটক ৭
প্রকাশিতঃ ৪:৪৬ অপরাহ্ণ | অক্টোবর ০৩, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ১৫০ পিস শাল ও গজারি গাছসহ সাতজন গাছ চোর চক্রের সদস্যকে আটক করেছে টাঙ্গাইল বন বিভাগ কর্তৃপক্ষ। বুধবার ভোরে সদর উপজেলার করটিয়া ফরিয়া সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সখিপুর থানার ঢনঢনিয়া গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে রিপন হাজী (৫০), বেতুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আ. হামিদ (৫০), কচুয়া গ্রামের মৃত মফিজ খানের ছেলে জুলহাস খান (৪৫), কামাল হোসেনের ছেলে সিরাজ (২৮), আব্দুল মালেকের ছেলে শফিকুল (২৫), বাসাইল উপজেলার ফুলকি গ্রামের রতন দাসের ছেলে দীপক দাস (৩০), নারায়ণগেঞ্জের ফতুল্লা থানার এনায়েত নগর গ্রামের মৃত সুলতান খানের ছেলে অহিদুল ইসলাম (৩৮)।
টাঙ্গাইল হেড কোয়ার্টারস রেঞ্জার নেছার উদ্দিন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার করটিয়া থেকে গাছ চোর চক্রের ৭ সদস্যকে আটকসহ কর্তনকৃত গাছ পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক (নং- ঢাকা-মেট্রো-ট-২২-৩৩২৮) ও (নং- ঢাকা-মেট্রো- গ-২৮-৪৬১৪) এর একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
এ প্রসঙ্গে বিভাগীয় বন কর্মকর্তা হারুন-অর-রশিদ খান জানান, চোর চক্রের ৭ সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।