ময়মনসিংহ দুর্গাপুজা উদযাপন উপলক্ষে পৌরসভার মতবিনিময়
প্রকাশিতঃ ১২:২৯ অপরাহ্ণ | অক্টোবর ০৯, ২০১৮
ময়মনসিংহ প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহ পৌরসভার আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। সোমবার বিকালে পৌরসভার শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী ভক্তি প্রদানন্দ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ এডভোকেট রাখাল চন্দ্র সরকার, এডভোকেট বিকাশ রায়, পবিত্র রঞ্জন রায়, এডভোকেট তপন দে, এফবিসিসিআই সদস্য শংকর সাহা, এডভোকেট প্রশান্ত কুমার দাশ চন্দন, এডভোকেট পিযুষ কান্তি সরকার, প্রদীপ ভৌমিক, নারী শক্তির সুদীপ্তা সেনগুপ্তা, লীলা আচার্য্য প্রমুখ।
এ সময় পৌরসভা প্রধান নির্বাহী এ কে এম তারিকুল আলম, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্যানেল মেয়র নজরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর শরাফ উদ্দিন, ফারুক হাসান, সেনেটারী ইন্সপেক্টর দীপক মজুমদার, কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পৌর মেয়র ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহ সৌহার্দ্য সম্প্রীতির শহর। এ সম্প্রীতিকে ধরে রাখতে দুর্গাপুজা উদযাপন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয় তার দিকে সকলকে খেয়াল রাখতে হবে। যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্টস্থানে ময়লা ফেলে মন্ডপ গুলোর চারদিক পরিস্কার-পরিচ্ছন্ন রাখার প্রতি তিনি গুরুত্বারুপ করেন। মেয়র আরো বলেন, দুর্গোৎসব পারনকালে উচ্চস্বরে মাইক, সাউন্ড বক্স বাজাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে মন্ডপগুলোর পার্শ্ববর্তী বসতবাড়ির লোকজন, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের লেখাপড়ার বিঘ্ন না ঘটে। উল্লেখ্য চলতি বছর ময়মনসিংহ পৌরসভা এলাকায় ৫৬টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে।


