ভালুকাসহ ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় ৪২ জন গ্রেফতার
প্রকাশিতঃ ১১:০৭ পূর্বাহ্ণ | অক্টোবর ১০, ২০১৮
স্টাফ রিপোর্টার, ভালুকার খবর: ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৪২জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে কোতোয়ালী মডেল থানা ১১জন, মুক্তাগাছা ৫, ফুলবাড়িয়া ২, ত্রিশাল ১, ভালুকা ৫, গফরগাও ৩, পাগলা ২, গৌরীপুর ২, ঈশ্বরগঞ্জ ২, নান্দাইল ১, ফুলপুর ৩, হালুয়াঘাট ১, ধোবাউড়া ৩ ও তারাকান্দা পুলিশ ১জনকে গ্রেফতার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জয়িতা শিল্পী জানান, সোমবার থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত নিয়মিত অভিযানের অংশ হিসাবে জেলার ১৪টি থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৪২জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদেরকে বিভিন্ন আদালত কর্তৃক জারীকৃত গ্রেফতারী পরোয়ানা ও বিভিন্ন মামলার আসামী। তাদেরকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।


