ময়মনসিংহের নতুন ধ্রুপদী ভাস্কর্য ‘আলোকবর্তিকা’ উদ্বোধন করলেন পৌরসভার মেয়র
প্রকাশিতঃ ১১:৩৭ পূর্বাহ্ণ | অক্টোবর ১০, ২০১৮
ময়মনসিংহ প্রতিনিধি: ইতিহাস-ঐতিহ্যের মিশেলে ময়মনসিংহকে উপস্থাপন করতে গড়ে তোলা হচ্ছে একের পর এক ধ্রুপদী ভাস্কর্য।
শহরের কাঁচিঝুলি এলাকায় এমন দৃষ্টিনন্দন আরেকটি ভাস্কর্য ‘আলোকবর্তিকা’ নির্মাণ করেছে ময়মনসিংহ পৌরসভা।
মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে এই ভাস্কর্যের উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।
এর আগে মুক্তিযোদ্ধা-জনতার প্রথম বিজয় পথ র্যালির মোড়ের গড়ে তোলা হয় ‘বিজয় ৭১’ ভাস্কর্য।
শহরের প্রথম শহীদ মিনারের স্থানটিতে নির্মিত হয় আধুনিক ভাস্কর্য ‘স্মৃতি অম্লান।’ শহরের নতুন বাজার মোড়ে ‘পায়রা স্কয়ার’ টাউন হল মোড়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্কয়ার, ঐতিহ্যবাহী ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাত্র কয়েক গজ দূরে শহরের পুরাতন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার শেকড় ও গাঙ্গিনার পাড় মোড়ের শাপলা স্কয়ার নির্মিত হয়। এসব ভাস্কর্যে আধুনিকায়ন সৌন্দর্যবর্ধনের দৃষ্টান্ত।
ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু জানান, এসব ভাস্কর্যের মাধ্যমে ময়মনসিংহ শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলা হচ্ছে। শহরের কৃষ্টি, সভ্যতা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে এসব ভাস্কর্য।


