প্রভাষক আনোয়ার হোসেন তরফদার:
আমি স্বপ্ন নিয়ে থাকি,
নিজেকে শুধু স্বপ্নের মাঝে আলগে রাখি।
রাতের বেলায় একলা কাঁদি দিনের বেলায় হাসি,
চারিদিকে কতশত আলো উপলব্ধি করি,
আমি শুধু স্বপ্ন নিয়ে থাকি।
কঠিন বুকের কোনেতে কিছু স্বপ্ন আছে রাখা,
কিন্তু নেই কোন স্বপ্ন আকাঁ,
আমি স্বপ্ন নিয়েই থাকি।
আমি বিরহ কাব্য খুঁজি,
মনের কথা আকাশেতে লিখি,
তুবু আমি স্বপ্ন নিয়ে বাঁচি।
জীবন সেতো থেমে থাকেনা রাতের পরে দিন আসে।
আমি স্বপ্ন নিয়ে থাকি।
দুঃখ নেই যদিও হলোনা তোমায় কিছু না বলা কথা।
তুবুও আমি স্বপ্ন নিয়েই থাকি।
লেখক: প্রকাশক, ভালুকার খবর ও প্রভাষক, ভালুকা ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজ।