|

ভালুকাসহ ময়মনসিংহে ১৬ মাদকবিক্রেতা আটক

প্রকাশিতঃ ১১:৫৭ পূর্বাহ্ণ | অক্টোবর ২৯, ২০১৮

স্টাফ রিপোর্টার, ভালুকার খবর: ময়মনসিংহ শহর, ভালুকা ও মুক্তাগাছা উপজেলায় পৃথক অভিযানে মাদকবিক্রেতা-জুয়াড়িসহ ১৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (২৮ অক্টোবর) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আটকরা হলেন- মাদকবিক্রেতা জাহিদুল হাসান মিন্টু (৩২), রহমত উল্লাহ (৩৮), বাবুল মিয়া (৪৫), রুবেল সরকার (২৫), মুন্নি আক্তার রৌশন (৩০), শিরিন আক্তার (৩৫), শাহরিয়ার আহম্মেদ ইমন (২১) ও নিজাম উদ্দিন এবং জুয়াড়ি সেলিম মিয়া (৫০), দুলাল সূত্র ধর (৫০), আরিফ রব্বানী (২৮), মাহবুব আলম (৪৭), রহিম (৪২), মোফাজ্জল হোসেন (২৮), জাহিদুল আলম (৫৪) ও রেজাউল (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রোববার অভিযানে ময়মনসিংহ শহরের গাঙ্গীনারপাড়স্থ বিদ্যাময়ী স্কুলের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা এবং আকুয়া মার্কাস মসজিদের সামনে থেকে ১৬ গ্রাম গাঁজাসহ চার মাদকবিক্রেতা ও ভালুকার খান কনফেকশনারির সামনে থেকে ১৩ পিস ইয়াবাসহ আরও দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।

এছাড়া, একই দিন মুক্তাগাছা উপজেলার লক্ষীখোলা এলাকায় জুয়াড় আসর থেকে আট জুয়াড়িকে আটক করে ডিবি পুলিশ।

Print Friendly, PDF & Email