|

ভালুকায় রক্তের চাহিদা মিটিয়েছে অভ্যুদয়

প্রকাশিতঃ ৯:১৬ অপরাহ্ণ | নভেম্বর ০২, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: “অসহায়ের পাশে সবসময়” দাঁড়ানোর অঙ্গিকার নিয়ে সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওয়ের যৌথ উদ্যোগে গঠিত হয়েছিলো “অভ্যুদয়”।

২০১৫ সালের ২৫ই ডিসেম্বর নীরবে নিভৃতে কাজ করে যাওয়া স্থানীয় কিছু তরুণ রক্তদাতা ও বিনামূল্যে রক্ত সংগ্রহকারীদের নিয়ে বদরুল আহসান টিপু, ইমন তালুকদার সাগর, আসাদুজ্জামান সুমন, অমিতাব অমি, ইসরাত বিন আলম মমি, আল মাহমুদ পিয়াস, আলামিনসহ অল্প কিছু যুবক প্রতিষ্ঠা করেছিলো অভ্যুদয় নামের স্বেচ্ছাসেবী ওই সংগঠনটি। শুধু অভ্যুদয় নয় সারা দেশজুড়েই স্বেচ্চায় রক্তদানের জন্য গড়ে উঠেছে বাঁধন, স্বজনসহ বিভিন্ন সংগঠন। আজ স্বেচ্ছায় রক্ত ও মরণোত্তর চক্ষুদান দিবস।

তাদের পরিশ্রমী ও মানবিক নেতৃত্ব গুণে অল্প দিনের ভিতরেই সংগঠনটি অসহায় মানুষের আস্থার প্রতীকে রূপ নেয়। বিনামূল্যে রক্তদান, অসুস্থ্য মানুষকে রক্ত সংগ্রহ করে দেওয়া, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা, রক্তদানে সক্ষম মানুষদের উদ্ভুদ্ধ করা, অসহায় রুগীদের পাশে দাড়ানো, ব্যাতিক্রমী উদ্যোগ, জনসচেতনা বৃদ্ধির জন্য বিভিন্ন অনুষ্ঠান করে গোটা ময়মনসিংহে বেশ প্রশংসিত হয়েছে সংগঠনটি।

অল্প সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়ে অভ্যুদয় প্রতিষ্ঠিত হলেও তাদের কর্মগুণ ও স্বেচ্ছাসেবী তৈরির মানুষিকতার কারণে বর্তমানে প্রায় ২শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী কাজ করছে সংগঠনটির ব্যানারে। এ তালিকায় আছে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, চাকুরীজিবী, ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে কোন অসুস্থ রোগীর জন্য রক্তের প্রয়জন হলে রক্ত পাওয়া ছিল দুষ্কর। রক্তদান একটি মানবিক সেবা, এটি কৃত্রিমভাবে তৈরী বা এর বিকল্প কিছু নেই, রক্ত দানে দাতার কোন ক্ষতি নেই এই মেসজেটি সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন “অভ্যুদয়” এর মাধ্যমেই এলাকার মানুষ বেশি পেয়েছে। এখন কারও বিপদে রক্ত পেতে সমস্যা হচ্ছে না।

তারা আরও বলেন, এলাকায় অনেক মানুষ নিজেদের রক্তের গ্রুপ কি সেটাও জানত না। অভ্যুদয়ের বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে মানুষ তা জানতে পারছে। সংগঠনটি বিভিন্ন সময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানে সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন সচেতনতামূলক কাজ করে এলাকার মানুষকে সচেতন করছে। ইতোমধ্যেই মানবতার কাজে অবদান রাখায় বিশেষ সম্মাননা স্মারকও পেয়েছে ক্লাবটি।

অভ্যুদয় এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল আহসান টিপু, সভাপতি মো. আসাদুজ্জামান সুমন ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ জুনায়েত হোসেন রিপেলের সাথে কথা হলে তারা জানান, তাদের সংগঠনটি সৃষ্টি হয়েছিলো মানুষকে রক্তদানে উৎসাহ দেওয়ার জন্য। সংগঠনটির স্বেচ্ছাসেবীদের সহযোগীতায় সারাদেশে তিন হাজার ব্যাগের অধিক রক্ত দান করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।

Print Friendly, PDF & Email