নেত্রকোনায় যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশিতঃ ১২:০৪ অপরাহ্ণ | নভেম্বর ০৩, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: নেত্রকোনার মদন উপজেলায় রাব্বি মিয়া (১৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী বাজারের পাশে এই ঘটনা ঘটে।
নিহত রাব্বি গোবিন্দশ্রী গ্রামের আবুল কাসেমের ছেলে ও বরফকল শ্রমিক।
পুলিশ জানায়, রাব্বি মিয়াকে শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে শনিবার সকালে এলাকাবাসী গোবিন্দশ্রী বাজারের পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, তাৎক্ষণিক ভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।