অস্থিরতা না কয়েদী
প্রকাশিতঃ ৩:০১ অপরাহ্ণ | নভেম্বর ০৮, ২০১৮

আবু সাঈদ সরকার:
আমার এই অস্থিরতা
কারো (জন্য) অপেক্ষা করা; আজন্মকাল,
নিঃসন্দেহে সন্দেহ।
আমার এই অস্থিরতা
কারো (আমাকে) খোজে ফেরা
সকাল দুপুর সন্ধ্যা
অবিশ্বাসে বিশ্বাস।
আমার এই অস্থিরতা
(আমি) কারো ভালবাসার পাত্র
না, গরল পাত্রে অমৃত পান।
আমার এই অস্থিরতা
অক্সিজেনে জারিত (আমি); না,
(তার) অনুপস্থিতে ভস্মীভূত ছাই।
আমার এই অস্থিরতা
শীতের চাদরে ঢাকা নবান্ন; না,
ধোঁয়াশায় আটক কয়েদী (আমি)।
লেখকঃ শিক্ষক ও স্বেচ্ছাসেবী।