|

স্বত্তার বিদ্রোহ

প্রকাশিতঃ ১১:২৯ অপরাহ্ণ | নভেম্বর ১৩, ২০১৮

কবি রুমানা সিকদার:

ঘৃণার কপাট রুদ্ধ করো
সে আমার গেছে সয়ে,
আগুন চোখ শান্ত করো
দাগ কাটে না আর হৃদয়ে!

কথার চাবুক তুলে রাখো
ধার ধারিনা জেনো আর,
পুড়াবে আমায় আর কতো
হয়ে গেছে সব ছারখার!

মায়া নিয়ে আর খেলোনা
অসহ্য সকল ছলাকলা,
তীর দিয়ে নিশানা করোনা
চিরদিন কি রবো অবলা?

নেশার চোখে চেয়ে থেকোনা
আবেগ আমায় যায়না ছুঁয়ে,
তোমার কঠিন শত আঘাতে
হৃদয় গেছে শুধু ক্ষয়ে!

নির্জন রাতে আর ডেকোনা
কেটে গেছে আজ মোহ,
তোমার অভিনয় বুঝেছি বলে
আমার স্বত্তা করে বিদ্রোহ!!

লেখক: কবি

গ্রাম: গাদুমিয়া, পোষ্ট: হাজির বাজার,  ভালুকা, ময়মনসিংহ ।

 

Print Friendly, PDF & Email