ভালুকায় স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারের উদ্যোগ নিলেন ইউএন
প্রকাশিতঃ ১:১২ পূর্বাহ্ণ | নভেম্বর ২০, ২০১৮
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: কচুরীপানা ও অবৈধ দখলদারের জন্য সৃষ্ট জলাবদ্ধতার কারণে যখন উপজেলার ৫নং বিরুনিয়া ইউনিয়নের ভাওয়ালিয়াবাজার থেকে ৬নং ভালুকা ইউনিয়নের চুল্লারখাল এলাকার ২পাশের মানুষ রীতিমতো বিরক্ত ও অসহায়। ঠিক তখনই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খালটি পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল।
আগামী ২৩ নভেম্বর সকাল ১০টায় উপজেলা প্রসাশনের উদ্যোগে স্থানীয়দের সহযোগীতায় স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার কর্মসূচিটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল সরজমিনে কৃষকদের ওই সমস্যা দেখতে যান মাসুদ কামাল এ সময় তাঁর সাথে পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, ওই এলাকার ১০কি.মি. খাল পুরোটাই কচুরিপানা ও অবৈধ দখলদারের জন্য পানি প্রবাহে বাঁধা সৃষ্টি হচ্ছিল। এটি পরিষ্কার থাকলে জলাবদ্ধতা কমে যাবে এবং খালের দু পাশের জমিগুলো চাষের উপযোগী হবে।
তিনি ওই কর্মসূচিতে উপজেলা সকল পর্যায়ের নাগরীক ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক সহযোগীতা ও উপস্থিতি কামনা করেন।


