ভালুকায় ওলামা-মাশায়েকদের ক্কিরাত সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১:০৯ অপরাহ্ণ | নভেম্বর ২২, ২০১৮
স্টাফ রিপোর্টার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় প্রথম বারের মতো দেশ বরেণ্য ওলামা-মাশায়েক গনের সমন্বয়ে ক্কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভালুকা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এ সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্কারীগন কিরাত পরিবেশন করেন।
সম্মেলণে লালবাগ শাহী মসিজেদের ঈমাম ক্কারী আবু রায়হানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মুফতি মেহের উদ্দিন বরাইদী,ভালুকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম নুরী।

ক্কিরাত পরিবেশন করেন বিভিন্ন গনমাধ্যমের ক্কিরাত পরিবেশনকারী খ্যাতনামা ক্কারী শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারী , আব্দুল ওয়াদুদ,হাফেজ নাজমুস সাকিব,একেএম ফিরোজ,জহিরুল হক,আবু সালেহ মুসা,জিয়াউর রহমান আহমদী,আবুল হোসাইন,ফজলুল হক,সহ বিভিন্ন স্থান থেকে আগত ওলামা মাশায়েকগন।
পরে দেশের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা হতে মুসুল্লীগন ছাড়াও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশ নেয়।



