|

লাল ওড়না

প্রকাশিতঃ ৮:১৬ পূর্বাহ্ণ | নভেম্বর ২৬, ২০১৮

লাল ওড়না
ফাইয়াজ ইসলাম ফাহিম

লাল ওড়না জড়িয়ে থেক না
হে তিলোত্তমা
তোমার লাল ওড়না আমায় দাও
নিজেকে রঙিন করে নেই
সকল জড়তা নাশ করে দেই।

লাল ওড়না জড়িয়ে থেক না
প্রেমের কণ্ডেসার বক্ষে রেখ না,
তোমার লাল ওড়না দাও
কটমটে মনটাকে সজীব করে তুলি।

লাল ওড়না জড়িয়ে থেক না
তোমার লাল ওড়না
আমার মস্তিষ্কের নির্জীব প্রেম শিরা কে জাগিয়ে তুলেছে।

মনের নীলিমায় কিমুলোনিম্বাস জমতে শুরু করেছে
হে তিলোত্তমা, হে আমার প্রিয়ংবদা চাঁদকন্যা
লাল ওড়না জড়িয়ে থেক না।

তোমার লাল ওড়না আমায় দাও
নিজেকে রোমাঞ্চিত করে তুলি,
কায়ার আগ্নি কে প্রজ্বলিত কোরে
হায়া নিয়ে খেলবো হলি
হে তিলোত্তমা চাঁদকন্যা তোমার লাল ওড়না আমায় দাও…

Print Friendly, PDF & Email