|

ভালুকায় চমক দেখালেন আ‘লীগের ধনু, মামলা হামলায় মাঠে নেই বিএনপির বাচ্চু

প্রকাশিতঃ ৭:৪২ অপরাহ্ণ | ডিসেম্বর ২৭, ২০১৮

মো. আসাদুজ্জামান সুমন, ভালুকার খবর: ভালুকা: শিল্পসমৃদ্ধ ভালুকা আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত আসনটি দেশ স্বাধীন হওয়ার পর মোট দশটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে পাঁচবার। দুইবার বিএনপি, দুইবার মুসলিম লীগ ও একবার জাতীয় পার্টি নেতৃত্ব দিয়েছেন এখানে। টানা চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডা. এম. আমান উল্লাহ।

এবারের জাতীয় নির্বাচনে নৌকার মাঝি হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। ইতোমধ্যে ভালুকার আওয়ামী রাজনিতীতে বিশাল এক চমক দেখিয়েছেন তিনি। তার আহবানে বিএনপির টিকেটে নির্বাচিত সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ গোটা উপজেলায় প্রায় ২হাজার নেতাকর্মী বিএনপি থেকে আনুষ্ঠানিক ভাবে আ‘লীগে যোগদান করেছেন। যার ফলে উপজেলার আ‘লীগের নেতাকর্মীদের মাঝে ফুরফুরা ভাবই বিরাজ করছেনা ৩০তারিখের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার আশা করছে শতভাগ। আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু নির্বাচনি প্রচারণার শুরু থেকেই এখন পর্যন্ত একক আধিপত্য বজায় রেখে আদাজল খেয়ে প্রচারকাজ চালিয়ে যাচ্ছেন কোমড় বেধে । মাইক বাজিয়ে, পোস্টার সাঁটিয়ে, পথসভাতে উৎসাহর সঙ্গেই নৌকার পক্ষে একাট্টা আ‘লীগের নেতা কর্মীরা শামিল হয়েছেন কাঁধে কাঁধ রেখে । এতে করে উপজেলা ব্যাপী পুরোমাত্রায় ছড়িয়ে পড়েছে উৎসবমুখর ভোটের আমেজ।

দুই দশকের বেশি সময় ধরে ভালুকা সংসদীয় আসনটি আওয়ামী লীগের দখলে। এ সময় একাধিকবার প্রার্থী বদল করেও বিএনপি আসনটি দখল করতে পারেনি। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে ভালুকা জাতীয় সংসদের ১৫৬ নম্বর নির্বাচনী এলাকাটি ময়মনসিংহের ১১ নম্বর আসন।

আওয়ামীলীগ মনোনিত মহাজোট প্রার্থী আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ ব্যাপী যে উন্নয়নের জোয়াড় বইছে তা ধরে রাখতে বিএনপি জামাত শিবিরের সকল বাধা-বিপত্তি ও সহিংসতার বিরুদ্ধে জনগণ গর্জে উঠেছে। আপামর জনসাধারণ তাদের প্রয়োজনেই নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে বলে আমি মনে প্রাণে বিশ^াস করি। ৩০তারিখে নৌকা প্রতীকে ভোট দিয়ে ভালুকাবাসীর সেবা করার সুযোগ চান তিনি।

অপরদিকে মামলা হামলায় নির্বাচনী মাঠে উঠতে পারছেন না বিএনপি মনোনিত ঐক্যফ্রন্ট প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু ও তার সমর্থকেরা। প্রায় ৩০টি মামলা জালে জড়িয়ে থাকা বিএনপির এই প্রার্থী অনেকটা গা ঢাঁকা দিয়েই রয়েছেন তিনি। যার ফলে তার সহধর্মীনী তাসলিমা আক্তার পান্না দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানের শীষে ভোট প্রর্থনা করছেন ভোটারদের কাছে।

বিএনপি মনোনিত প্রার্থী ফখরউদ্দিন আহাম্মেদ বাচ্চু বলেন, উপজেলা বিএনপির নেতৃস্থানীয় সক্রিয় প্রায় সব নেতাই পুলিশি গ্রেফতার অতংক ও মামলা হামলার জন্য নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেনা। সুষ্ঠু নির্বাচন হলে এ আসনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবেই ইনশাআল্লাহ।

Print Friendly, PDF & Email