ভালুকায় ধুনু’র পক্ষে মাঠে নেমেছে মেডিকেলে শিক্ষার্থীরা
প্রকাশিতঃ ৮:২৬ অপরাহ্ণ | ডিসেম্বর ২৮, ২০১৮
স্টাফ রিপোর্ট ভালুকার খবরঃ ভালুকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে মহাজোট মনোনিত প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু’র পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনায় মাঠে নেমেছে মেডিকেল শিক্ষার্থীরা।
সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা ভালুকার কৃতি সন্তান আব্দুল্লাহ আল হাসান (চেয়ারম্যান) এর নেতৃত্বে ভালুকা থেকে বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে উপজেলার প্রত্যান্ত অঞ্চলে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
বুধবার দুপুর থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণসংযোগ, মিছিল, বাইক মহড়া দিয়ে সরকারের উন্নয়ন প্রচার করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিয়ার লাভলু আহমেদ, ডাঃ মোঃ নাজমুল হাসান বাপ্পী, বিপ্লব, রাসেল, আরিফ, মাহিম, পুলক, মনির, মুহসীন, রাজীব, আকাশ, সাদ, ফাহাদ, নাজমুল, হুমায়ন, পঞ্চম, শামীম, জুয়েল, আশিক, ইফতি, আরিফ, শিহাব, আলভী, আকাশ, জয় প্রমুখ।





