শেখ হাসিনাকে ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা
প্রকাশিতঃ ৬:০৪ অপরাহ্ণ | জানুয়ারি ০১, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় এবং টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় দেশরত্ন শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার গণভবনে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এসময় ছাত্রলীগের অন্যান্য ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের প্রথম নির্বাচনের পর নৌকার কাণ্ডারিদের এটাই সবচেয়ে বড় জয়। ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ ২৫৯টি আসনে এককভাবে জয়লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।