ভালুকায় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও কুরআন শরিফ বিতরণ
প্রকাশিতঃ ৭:১৭ অপরাহ্ণ | জানুয়ারি ০১, ২০১৯
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনায় আল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও কুরআন শরিফ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার পাড়াগাঁও গ্রামের বড়চালা হাফেজিয়া মাদরাসার ছাত্রদের মাঝে কুরআন শরিফ বিতরন করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আল-কুরআন ফাউন্ডেশনের ময়মনসিংহের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিব জিহাদী, বড়চালা জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ডা. রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদউল্লাহ আলমগীর,পাড়াগাঁও ছাত্র সংঘের সভাপতি ও আল-কুরআন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শাকিব খান,পাড়াগাঁও ছাত্র সংঘের সাংস্কৃতি সম্পাদক রিফাত মোল্লা, প্রমুখ।
কোরআন শরিফ বিতরণ শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। পরে উপস্থিতির মাঝে মিষ্টি বিতরণ করা হয়।



