|

সিংগাপুর থেকে ট্যুরিজমে পিএইচডি ডিগ্রি নিলেন ভালুকার কৃতি সন্তান দিপু

প্রকাশিতঃ ১১:১৩ অপরাহ্ণ | জানুয়ারি ২০, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবরঃ  সিংগাপুর থেকে ট্যুরিজমে পিএইচডি ডিগ্রি নিলেন ভালুকার কৃতি সন্তান রাজু আহমেদ দিপু। সম্প্রতি সিংগাপুর প্রসেইভ এডুকেশন থেকে আন্তর্জাতিক স্বর্ণ পদক প্রাপ্ত এই ট্যুরিজম উদ্যোক্তা ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন ।

রাজু আহমেদ দিপু মালিকানাধিন হানিমুন গ্রুপের পৃথিবীর প্রায় ৯৪ টি দেশ ভ্রমন ও ৮ টি দেশে নিজস্ব ব্যবসা প্রতিষ্টান রয়েছে। হানিমুন সিটি লিঃ, হানিমুন ট্যুর লিঃ, হানিমুন রিসোর্ট লিঃ, রিসোর্ট ওয়ার্ল্ড বান্দরবান লিঃ, মাস্টার সেফ লিমিটেড, হানিমুন ডেইরী ও ফুডস লিঃ, কলিজেন ফেক্টরি এস ডি এন ভিএইস ডি( মালয়শিয়া),  উকিল চাই লিঃ, মেডিসিন লিঃ,  হানিমুন ট্যুরস এন্ড ট্রাভেলস সহ অসংখ্য সাফল্যের ব্যবসার একমাত্র অংশিদার এই রাজু আহমেদ দিপু। তিনি  কম্বোডিয়া সরকার ও আন্তর্জাতিক হালাল ওরগানাইজেশন এর বাংলাদেশী হিসেবে একমাত্র উপদেস্টা।

ট্যুরিজমে পিএইচডি ডিগ্রি নেওয়া ড. ট্যুরিজমে পিএইচডি ডিগ্রি বলেন, বাংলাদেশে পর্যটন বিকাশে যারা কাজ করছেন তাদের বাস্তবতায় অভিজ্ঞতার অনভিজ্ঞতাই দায়িত্ব, যার কারনে সৃস্টির বিচিত্র কে বৈচিত্রময় করতে অপ্রস্তুত । ১০ বছর দেশের পর্যটন কে বিকাশিত করলে বাংলাদেশ হবে এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট নির্ভরতার দেশ।  যা দিয়ে দেশের রপ্তানি বানিজ্য কে হার মানানো সম্ভব।  গ্লোবাল জিডিপি ১০.২% আসে পর্যটন শিল্প থেকে এবং প্রায় ৩০ কোটির কাছাকাছি চাকরি করে পর্যটন নির্ভরশীল হয়ে। এর অর্থে প্রতি ১০ জনের মধ্যে ১ জন পর্যটন শিল্পের অন্তর্ভূক্ত। সরকার যদি পর্যটন বিকাশে আমাদের মত উদ্যোগতার সহযোগীতা নেয় তাহলে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেদেশ এগিয়ে যাবে খুব অল্প সময়েই।

Print Friendly, PDF & Email