|

ভালুকায় শিশু সন্তান হত্যা মামলা তুলে নিতে বাবাকে হুমকি

প্রকাশিতঃ ২:২৭ পূর্বাহ্ণ | জানুয়ারি ২১, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকার পাঁচগাঁও গ্রামের শিশু ফারজানা আক্তার (৫) হত্যার বাদী শিশুর পিতা ফজলুল হক বিবাদীপক্ষের হুমকিতে গ্রাম ছেড়ে স্থানীয় মল্লিকবাড়ীবাজার এলাকায় আশ্রয় নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য গত ০৯ নভেম্বর ২০১৮ ইং তারিখ দুপুরে পাঁচগাঁও গ্রামের ফজলুল হক ওরফে ফজুর শিশুকন্যা ফারজানা আক্তার পার্শ্ববর্তী বিয়ে বাড়ী থেকে নিখোঁজ হওয়ার পর ওই দিন রাত অনুমান ৯ টারদিকে প্রতিবেশী ছামাদ মিয়ার বাড়ী সংলগ্ন বাঁশ ঝাড়ের বাঁশে অর্ধ ঝুলন্ত মৃত অবস্থায় দেখতে পেয়ে ভালুকা মডেল থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করে।

এ ঘটনায় ১১ নভেম্বর ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে শফিকুল ইসলাম (৩৪) কে পুলিশ আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

এ ব্যাপারে নিহত শিশুর পিতা ফজলুল হক বাদী হয়ে ভালুকা মডেল থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯ (২) মামলা নং-২১ তারিখ-১০/১১/২০১৮ দায়ের করেন।

এদিকে গ্রেফতার হওয়া শফিকুলের আত্মীয়স্বজনরা বাদীকে মামলা তুলে নেওয়াসহ নানা হুমকি দেওয়ায় সে বাড়ী ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

Print Friendly, PDF & Email