|

ভালুকায় হাজি শহিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ৪:৪০ অপরাহ্ণ | জানুয়ারি ২৪, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মৃত আলাউদ্দিন মেম্বারের ছেলে সনামধন্য ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো. শহিদুল ইসলাম এর বিরুদ্ধে কিছু গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সন্ধ্যায় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের তাঁর ব্যবসায়ী কার্যালয় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, “তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলো মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর। ভিত্তিহীত ওই সংবাদগুলো তাঁকে সামাজিক ভাবে হেয়-প্রতিপন্ন করেছে”।

তিনি দাবি করেন, প্রকৃতপক্ষে তিনি জমির ব্যাবসার সাথে জড়িত হওয়ার কারণে সংবাদ মাধ্যম ও প্রতিবেদকদের ভুল, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছে স্থানীয় একটি কুচক্রি মহল। নিজেক নির্দোষ দাবি করে শহিদুল ইসলাম বলেন, এলাকায় নিরপেক্ষ লোকদের কাছে তাঁর বিষয়ে খোঁজ খবর নিলে প্রকাশিত সংবাদগুলো মিথ্যা বলে প্রমাণিত হবে।

এ বিষয়ে হবিরবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সিদ্দিকুর রহমানের সাথে কথা হলে প্রকাশিত সংবাদগুলির প্রতিবাদ জানিয়ে বলেন, “আলহাজ্ব শহিদুল ইসলামের পিতা আমার সাথে সুনামের সাথে দীর্ঘদিন ইউপি সদস্যের দায়িত্ব পালন করেছেন এবং পৈত্রিক সূত্রে শহিদ বেশ সম্পত্তির মালিক। পড়াশোনা শেষ করে সততার সাথে ব্যবসা পরিচালনার মাধ্যমেই হাজী শহিদের অর্থ-বিত্তের প্রসার ঘটেছে”।

ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চুর কাছে হাজি শহিদুল ইসলাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন “দলমত নির্বিশেষ হবিরবাড়ীসহ গোটা উপজেলায় হাজি শহিদুল ইসলাম জনপ্রিয় ও একজন ভাল মানুষ হিসেবে স্বীকৃত, আমি সম্মানিত এই ব্যক্তিটির বিরুদ্ধে প্রকাশিত সকল সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি”।

Print Friendly, PDF & Email