|

চকবাজার ট্রাজেডির ঘটনায় মোমবাতি জ্বালিয়ে আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের শোক প্রকাশ

প্রকাশিতঃ ১১:৫২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২২, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর:  ঘিঞ্জি পুরান ঢাকার আরেকটি ভয়াবহ ট্রাজেডির সাক্ষী হলো বিশ্ববাসী। আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে অন্তত ৭০টি তাজা প্রাণ। দগ্ধ হয়েছেন আরো অর্ধশত মানুষ। খাবারের হোটেল, বাসাবাড়ির মানুষের পাশাপাশি পুড়ে মরেছে রাস্তার মানুষও। এই ট্রাজেডি কাঁদিয়েছে গোটা দেশের মানুষকে। শোক প্রকাশ করেছেন দেশ বিদেশের অসখ্য সংগঠন ও ব্যাক্তিত্ব।

ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনায় আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে ১ মিনিট নিরবতা পালন করে  মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করেছে।

এসময় উপস্থিত ছিলেন আকাঙ্ক্ষা ফাউন্ডেশন এর উপদেষ্টা ডা. নিশাত, এডভোকেট মতিউর রহমান ফয়সাল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাহা বিনতে নদীয়া, প্রচার সম্পাদক সাফরান আহমেদ, সৈকত, অভি, জেবা প্রমুখ।

Print Friendly, PDF & Email