ভয়াল রাত
প্রকাশিতঃ ৭:১০ অপরাহ্ণ | মার্চ ২৬, ২০১৯

শফিকুল ইসলাম খান:
পরাধীন জাতি চায় স্বাধীনতা
এটাই তাদের দোষ-লালসা
পাকবাহিনী বাঙালীর সাথে
করলনা আপোষ।
পঁচিশ মার্চ ভয়াল রাতে
বাঙালীরা যখন ঘুমে,
হানাদার পাক আতর্কিতে হামলা
চালায় যতনে।
রাতেই লক্ষ প্রাণ নিলো কেড়ে-
ঠাঁই হলনা তাঁদের গণ কবরে!
পদ্মা-মেঘনার কালো জল-
নিমিষেই লোহিত সাগর!
শুধুকি তাই?
কত নারীর সম্ভ্রম লুটে-
লুটেছে শিশুর প্রাণ।
আগুনে জ্বালিয়েছে
কত ঘর বাড়ি প্রিয়জন!
আকাশে বাতাসে শুধুই
রক্ত পুরার গন্ধ
বাবার বুকে বেয়নটের আঘাত
কাঁধে পুত্রের লাশ!
শেয়াল শকুনেরা খুবলে খুবলে
খাচ্ছে নর মাংস মহোৎসবে!
এমন সমাচার চললো অবিরাম।
হঠাৎ মনে হল,জাতির পিতার ডাক
ঝাপিয়ে পরল কৃষক-যুবক,
আবাল-বৃদ্ধ-বনিতা
মুক্তির নেশায় পাগল জনতা।
নয় মাসের যুদ্ধ, হল সকল রেকর্ড ভঙ্গ
অবশেষে পাকবাহিনীর আত্মসমর্পণ,
বাঙালী পেলো বিজয়ের স্বাদ অমিয়।
লেখক: শিক্ষক ও সমাজকর্মী