|

ভালুকায় ভিক্ষুক পুর্নবাসন ও ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষণা

প্রকাশিতঃ ১০:৩৪ অপরাহ্ণ | মে ১৮, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় ভিক্ষুক পুর্নবাসন ও ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষণার লক্ষ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্যে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সকল ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বিভিন্ন উপকরণ বিতরণ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু  ভালুকাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেন পরে  উপস্থিত ভিক্ষুকদের মাঝে  উপকরন বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. শেলিনা রশিদ, সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, মডেল থানা অফিসার ইনচার্জ মাঈন উদ্দিনসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগন।

আলোচনা শেষে বিভিন্ন ইউনিয়নের ১০৩জন ভিক্ষুকের মাঝে ছাগল,ভ্যানগাড়ী ও দোকানের সরঞ্জামাদীসহ বিভিন্ন উপকরন বিতরণ করা হয় ।

Print Friendly, PDF & Email