|

ভালুকায় পাড়াগাঁও ছাত্র সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিতঃ ৮:৪৪ অপরাহ্ণ | মে ২৯, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় পাড়াগাঁও ছাত্র সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ হয়েছে। বুধবার সকালে পাড়াগাঁও মন্ডলবাড়ী চৌরাস্তায় এতিম ও প্রতিবন্ধীদের মাঝে ওই ঈদসামগ্রী বিতরণ করা হয়।

বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেফার্ড গ্রুপ ভালুকার ডি জি এম মো. মোকলেসুর রহমান ।

এসময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন, কবি ও সাংবাদিক সফিউল্লাহ আনসারী, স্বেচ্ছাসেবী সংগঠন মুসাফিরের পরিচালক মোর্শেদুজ্জামান আরাফাত, ডা. রফিকুল ইসলাম, বাদশা মেমোরিয়াল স্কুলের পারিচালক হাফেজ মুন্জুর মাহমুদ, প্রধান শিক্ষক সুহানুর রহমান, আল কুরআন ফাউন্ডেশনের পারিচালক হাবিব জিহাদি, সংগঠনের উপদেষ্টা রাকিব মোল্লা, সহ-সভাপতি রাকিব সিকদার, টুটুল খান, সাধারন সম্পাদক নকিব , যুগ্ম সম্পাদক মাসুম , নাফিউল হক, আরিফ, নাজমুল, শান্ত, আসাদ, সেলিম, সাব্বির, আতিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি ফয়সাল আহম্মেদ।

শেফার্ড গ্রুপের ডি জি এম মোকলেসুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমি ভালো কাজে সহযোগিতা ও উপস্থিত থাকতে পারলে আনন্দিত হয়, ঈদের আনন্দ সবার হউক এটাই সকলের প্রত্যাশা হওয়া উচিৎ। আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে একটু অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে সমাজে কেউ কষ্টে থাকবেন ’।

পরে পাড়াগাঁও ছাত্র সংঘের পক্ষ থেকে মোকলেসুর রহমানকে ‘বিশেষ সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email