|

ভালুকায় ফ্যাক্টরীর বিরুদ্ধে বিশ কোটি টাকা মূল্যের বন ভূমি দখলের আভিযোগ

প্রকাশিতঃ ৬:১২ অপরাহ্ণ | জুন ১৭, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী সীডষ্টোর বাজার এলাকায় ভালুকা রেঞ্জ অফিস সংলগ্ন হবিরবাড়ী মৌজায় ১৮৫/৮৭/০৯ দাগে অসাধু বন কর্মকর্তাদের যোগসাজসে প্রায় বিশ কোটি টাকা মূল্যের তিন একর বনভূমি দখলে নিয়েছে ওরিয়ন গ্রুপ নামে একটি শিল্প প্রতিষ্ঠান। জবর দখল করে বন বিজ্ঞপ্তিত জমিতে দিনে রাতে ফ্যাক্টরীর নির্মান কাজ করছে।

সরেজমিনে গিয়ে জানাগেছে গত কয়েকদিন যাবৎ রেঞ্জ অফিস থেকে মাত্র ১০০ গজ দুরে ঢাকা ময়মনসিংহ মহা সড়ক ঘেষা বন বিজ্ঞপ্তিত ওই জমিতে ভ্যাকু মেশিন লাগিয়ে মাটি কেটে ট্রাক ভরে দিবা রাত্র বালি ফেলে ভূমির অবকাঠামো পরিবর্তন করা হচ্ছে। স্থানীয় বন বিভাগ অজ্ঞাত কারনে রহস্যজনক ভাবে নিরব ভূমিকা পালন করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায় মোটা অঙ্কের উৎকুচ এর বিনিময়ে অসাধু বন কর্মকর্তাদের মেনেজ করেই ফ্যাক্টরীর নির্মান কাজ চালানো হচ্ছে। কোম্পানীর পক্ষে স্থানীয় একটি মহল বিভিন্ন জনকে ম্যানেজ করার চেষ্টা ও চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে কোম্পানির স্থানীয় কেয়ারটেকার সুরজঢালী জানান তারা বনের জমিতে কোন কাজ করছেন না। কোম্পানির ক্রয়কৃত জমিতে কাজ চালাচ্ছে। এ বিষয়ে হবিরবাড়ী বিট কর্মকর্তা আব্দুর রফিক দায় সারা ভাবে জানান, আমাদের বনবিভাগের জমিতে আপাদত কোন কাজ করছেনা আমরা বাধা দিয়ে রেখেছি।

এ ব্যাপারে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন জানান উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে খুব দ্রুতই ওই জমিতে অভিযান চালানো হবে, আপাদত লোকবলের সমস্যা তাই এ মুহুর্তে অভিযান সম্ভব নয়।

ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন জানান, ফ্যাক্টরীর ভিতরে বনের যে জায়গা রয়েছে আমার জানামতে সেই বনভূমিতে তারা কাজ করতেছে না, তারপরও খোজ নিয়ে দেখবো।

বন সংরক্ষক মনিরুল ইসলাম জানান, আমি খোজ নিয়ে দেখি সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email