|

ছবির এই মানুষটিকে চিনতে পেরেছেন?

প্রকাশিতঃ ৭:১৭ অপরাহ্ণ | জুন ২০, ২০১৯

আকরাম হোসাইন তাহসিনঃ

ছবির এই মানুষটিকে চিনতে পেরেছেন? আপনারা না চিনলেও বাংলাদেশের ৯০% স্বেচ্ছাসেবী তাকে চিনে; যারা মূলত রক্তদানের কাজের সাথে যুক্ত।
তার নাম, বদরুল আহ্ছান টিপু। বাংলাদেশের প্রতিবন্ধীদের মধ্যে সর্বোচ্চবার রক্তদাতা (৫৫ বার)। বাড়ি গফরগাঁও।

অভ্যুদয় নামে স্বেচ্ছাসেবীদের একটি সংগঠন আছে। তিনিই এটার প্রতিষ্ঠাতা। তার স্বপ্ন ছিলো গফরগাঁও উপজেলা কেন্দ্রিক অভ্যুদয়কে প্রতিষ্ঠা করার। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তিনি সেটা পারেননি। আজ অভ্যুদয় ঠিকই প্রতিষ্ঠিত; তবে গফরগাঁও নয় ভালুকায়। এই ব্যাপারে টিপু ভাই আমার কাছে মাঝে
-মধ্যে দুঃখ প্রকাশ করতেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলতাম, ভাই পরিবর্তন আসবেই।

টিপু ভাই পরলোকগত হয়েছেন গত ২৮-০৪-২০১৯ ইং তারিখ। তার লাশের দুটো জানাযা হয়েছিল, সেখানে ছুঁটে এসেছিল অনেক মানুষ; যাদেরকে তিনি কোনো না কোনোদিন রক্ত যোগার করে দিয়েছেন। তাছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবীরাও এসেছিলেন ভাইয়ের মুখটা শেষবারের মত দেখতে। আমি শেষ কান্নাটা বোধহয় সেদিনই কেঁদেছিলাম।

যাইহোক, মাত্র কয়েকটা দিনের ব্যবধানে আমরা টিপু ভাইকে ভুলতে বসেছি। আসলে বাস্তবতা খুব কঠিন! ‘আমরা ঠিক ততদিন কাউকে মনে রাখি, যতদিন তার প্রয়োজন আমাদের আছে। প্রয়োজন শেষ হলে আয়োজন করে ভুলে যাই।’ কিন্তু টিপু ভাইকে ভুলে গেলে আমাদের পাপ হবে। তিনি গফরগাঁওয়ের গর্ব ছিলেন। এখানকার স্বেচ্ছাসেবীরা তাকে নিয়ে অহংকার করতেন। আমিও করি। আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে টিপু ভাইয়ের স্মৃতি রক্ষার্থে এমন কিছু করতাম যাতে আগামী একশো বছর মানুষ তাকে মনে রাখে। আফসোস সেই সাধ্যটা আমার নেই।

ওপারে ভালো থাকবেন টিপু ভাই।
মানবতার সেবক, প্রিয় স্বেচ্ছাসেবী।
আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আমীন।

.স্মৃতিচারণঃ_১

লেখকঃ স্বেচ্ছাসেবী ও প্রতিষ্ঠাতা, গফরগাঁও হেল্পলাইন।

Print Friendly, PDF & Email