|

ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে আ‘লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ ২:৪৪ অপরাহ্ণ | জুন ২৩, ২০১৯

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ভালুকায় উৎসবমুখর পরিবেশে বর্ণঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা আ‘লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসট্যান্ড স্মৃতিশৌধ চত্ত্বরে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

পরে সেখানে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, উপজেলা আ‘লীগের সিনিয়ার সহ-সভাপতি এড. সৈকত আলী, সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ফকির, যুগ্ম-সাধারণ সম্পাদক উমর হায়াৎ খাঁন নঈমসহ আ‘লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ৭০পাউন্ড ওজনের কেক কাটে দলীয় নেতা কর্মীগণ।

Print Friendly, PDF & Email