ভালুকায় অ্যাম্বোলেন্স খাদে পড়ে নিহত-১
প্রকাশিতঃ ৩:১৯ অপরাহ্ণ | জুন ২৮, ২০১৯
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় একটি অ্যাম্বোলেন্স খাদে পড়ে এক জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার নিশিন্ধা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ।
ভালুকা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার নিশিন্ধা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী একটি অ্যাম্বোলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ১০-১২ ফুট নিচে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে চালকের সহকারী লক্ষীপুরের রায়পুর থানার বাখালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিজান(২২) ঘটনাস্থলেই মারা যান। চালককে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি।
ভালুকা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক(এসআই) আব্দুস সালাম জানান, ‘লাশ ও অ্যাম্বোলেন্স আমাদের হেফাজতে রয়েছে, মামলার প্রস্তুতি চলছে।


