ভালুকায় বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু
প্রকাশিতঃ ৭:০০ অপরাহ্ণ | জুন ২৮, ২০১৯
স্টাফ রিপোর্ট, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে এক বৃদ্ধ মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মধ্য ঝালপাজা চৌরা পাড়া গ্রামে।
পরিবার ও স্থানীয় সুত্রে জানাযায়, শুক্রবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মধ্য ঝালপাজা চৌরা পাড়া গ্রামের সামজত আলীর স্ত্রী রমিজা খাতুন (৬০) বৃষ্টির সময় ঘরের বারান্দায় বসে ছিলো। হঠাৎ বিকট শব্দের বজ্র এসে তাঁর গায়ে লাগে। পরে ঘটনাস্থলেই সে নিহত হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


