|

ভালুকায় বাস চাপায় সাংবাদিকের বড় ভাইয়ের মৃত্যু

প্রকাশিতঃ ৫:০৭ অপরাহ্ণ | জুন ২৯, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা নামক স্থানে শেরপুর গামী যাত্রীবাহী বাস চাপায় দৈনিক আমাদের সময় পত্রিকার ভালুকা প্রতিনিধি ও ভালুকা প্রেসক্লাবের সদস্য মো. জাহিদুল ইসলাম খানের বড় ভাই নিহত হয়েছেন। শনিবার সকালে উল্লেখিত স্থানে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভরাডোবা এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেরে আসা শেরপুর গামী যাত্রীবাহী বাস চাপায় কাতলামারী গ্রামের মরহুম ডাঃ শেখচান খানের বড় ছেলে বাদল খান (৫০) ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

Print Friendly, PDF & Email