ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি
প্রকাশিতঃ ৩:৫২ অপরাহ্ণ | জুলাই ১৮, ২০১৯
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: “মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” ও “মৎস সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভালুকায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ভালুকা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী রেব হয়ে। র্যালীতে স্থানীয় সংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, উপজেলা মৎস কর্মকর্তাসহ উপজেলার মৎসচাষিরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।


