ভালুকায় গরু বোঝাই ট্রাক সহ আটক দুই চোর
প্রকাশিতঃ ১২:৪৬ পূর্বাহ্ণ | জুলাই ৩০, ২০১৯
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা – উথুরা রোডে একটি গরু বোঝাই ট্রাককসহ দুই চোরকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় সোমবার (২৯জুলাই) ভোর ৪টার দিকে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ মাইন উদ্দিন এর নির্দেশে, এস আই ইকবাল হোসেন ও এস আই মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্বিতে গরু ভোজাই ট্রাকটি আটক করলে চোরেরা লাফিয়ে পালিয়ে যায়,পুলিশ তখন ১১ গরু সহ ২ জন কে আটক করতে সক্ষম হয়। বগুরা জেলার শেরপুর থানার গোপালপুর গ্রামের আকবর আলীর ছেলে রানা ওরফে আজমল ( ৩০) ও সাতক্ষিরা জেলার কলারোয়া থানার দক্ষিন দীঘা গ্রামের হাফিজুলের ছেলে মনিরুজ্জামান (৩২) তাদের শিকার উক্তি অনুযায়ী গাজীপুর এলাকা থেকে সকালে আরো ৬ টি গরু উদ্ধার করেন, মোট ১৭ টি গরুর মধ্যে ভালুকা উপজেলার বিভিন্ন গ্রামের ৮ টি,গরু ও বাকী গরু গুলো হচ্ছে, ফুলবাড়ীয়া, ও ঘাটাইল উপজেলার। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, এরা সবাই আন্তঃজেলা গরু চোরের সক্রিয় সদস্য, এদের গ্রুপের বেশীর ভাগ চোরকে গরু উদ্ধার সহ একাধিক বার গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


