ভালুকায় নারী নির্যাতন প্রতিরোধ ও শিশুর অধিকার রক্ষায় এডুকো‘র নতুন কর্মসূচী
প্রকাশিতঃ ৪:৪৩ অপরাহ্ণ | জুলাই ৩০, ২০১৯
সারোয়ার হাসান সজীব, ভালুকা : ময়মনসিংহের ভালুকায় আর্ন্তজাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা এডুকেশন এন্ড ডেভেলাপমেন্ট ফাউন্ডেশন ‘এডুকো’র অর্থায়নে ও সহযোগিতায় নারী নির্যাতন প্রতিরোধ ও মেয়ে শিশুর অধিকার রক্ষা সম্পর্কিত এক নতুন কর্মসূচী হাতে নিয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত সকলের সামনে ওই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডুকো‘র কান্ট্রি ডিরেক্টর জনি এম সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল।
অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. জুয়েল আশরাফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা জাইদা ফেরদৌসী, এডুকো‘র অপারেশন কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম ও বিউটি কুইন প্রমুখ।



