ভালুকায় প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ
প্রকাশিতঃ ৩:০৯ অপরাহ্ণ | জুলাই ৩১, ২০১৯
আনোয়ার হোসেন তরফদার, ভালুকা : ময়মনসিংহের ভালুকায় ‘ফরিদা বানু লস্কর সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের’ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার কলেজ মহল্লায় অবস্থিত ওই স্কুলের ১০জন শিক্ষার্থীকে ৪হাজার ২শত টাকা করে মোট ৪২হাজার টাকার চেক প্রদান করেন ময়মনসিংহের সংরক্ষিত নারী আসনের সাংসদ মনিরা সুলতানা মনি। সমাজ সেবা অধিদপ্তরের সহায়তায় ওই চেক প্রদান করা হয়।
এ সময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, ফরিদা বানু লস্কর সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকাম্মেল হোসেন. আ‘লীগ নেতা আব্দুল ওয়াদুদ মিয়া, উপজেলা আওয়ামী শিল্পী গোষ্টীর সাধারণ সম্পাদক ফজলে রাব্বী রানা, উপজেলা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল, উপজেলা নবীনলীগের সভাপতি সৃজন সরকার প্রমুখ।


