|

ভালুকায় বন বিভাগের উপর স্থানীয়দের হামলা, ফাঁকা গুলি : আহত ১২

প্রকাশিতঃ ৫:২৪ অপরাহ্ণ | জুলাই ৩১, ২০১৯

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় নব বিজ্ঞপ্তিত ১৫৪ দাগে বন বিভাগের লোকজন বনজ গাছের চারা রোপন করতে গেলে স্থানীয়দের বাঁধার সম্মেখীন হন। এতে ৫ জন বন প্রহরী ও ৭ শ্রমিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকায় । আতœরক্ষার্থে বন বিভাগের প্রহরিরা চার রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনায় বিট কর্মকর্তা বাদী হয়ে শতাধিক লোককে আসামী করে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, “উপজেলার হবিরবাড়ি বিটের অন্তর্গত আমতলী এলাকায় ১৫৪ দাগে বন বিভাগের দাবীকৃত পারটেক্স গ্রুপের দখলে থাকা জমিতে চারা রোপন করি। পরে একই দাগে পশ্চিম পাশের ভিটায় চারা রোপন করতে যাওয়ার সময় স্থানীয় নুরুল হক ও আবু সাঈদ সরকারের নেতৃত্বে শতাধিক নারী-পুরুষ বন বিভাগের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৫জন বন প্রহরী ও ৭জন শ্রমিক আহত হয়। আতœরক্ষার্থে আমরা ফাঁকা গুলি করি। হামলাকারীরা চারা বহনকৃত তিনটি পিকআপ ভাংচুর করে। সংঘর্ষে বন প্রহরী মনিরুজ্জামান, ছানোয়ার হোসেন , জীবন দেওয়ান, রুবেল হোসেন, শহিদুল ইসলাম আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে”।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, “ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বন কর্মকর্তা ও বন প্রহরীদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে”।

Print Friendly, PDF & Email