|

সখীপুরে ‘রাজনীতি মোড়’-এর নির্বাচন সম্পন্ন

প্রকাশিতঃ ১১:১৩ অপরাহ্ণ | আগস্ট ০৬, ২০১৯

মোজাম্মেল হক সজল, সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ‘রাজনীতি মোড়’ নামক এলাকার নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিন ব্যাপি এ নির্বাচনে উৎসবপূর্ণ ভাবে ভোট দেন ভোটাররা। এ নির্বাচন নিয়ে সখীপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ব্যাপক উৎসুখ ছিলেন।

এটি ছিলো একটি বনিক বহুমুখী সমবায় সমিতির দৃ-বার্ষিক নির্বাচন। এতে ১৫৮ টি ভোটের মধ্যে ১২১ টি ভোট কাস্ট হয়। এ নির্বাচনে মো.জহির উদ্দিন ৬৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। উপজেলা সমবায় কর্মকর্তা এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ ছাড়া সহ-সভাপতি ও সম্মানিত সদস্য পদসহ ৮ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে বিনা প্র্রতিদ্বন্দীতায় ইসমাইল হোসেন নির্বাচিত হয়। এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মেজবাহ উদ্দিন।

‘রাজনীতি মোড়’ খ্যাত এলাকার নামকরনের কারনেই সখীপুরের সর্বসাধারণ মানুষের কাছে এ নির্বাচন নিয়ে কৌতুহল ছিলো। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই এ নির্বাচন সম্পন্ন হওয়ায় এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈকিত নেতা-কর্মীরা আনন্দিত।
এ বিষয়ে স্কুল শিক্ষক এএসএম ফরমান আলী বলেন, বনিক সমিতির ছোট্ট নির্বাচন হলেও এলাকার নামের কারনে এ নির্বাচন সবার কাছে এতো উৎসুখ।

Print Friendly, PDF & Email