ভালুকায় উপজেলা প্রশাসনের আয়োজনে শোক দিবস পালিত
প্রকাশিতঃ ৮:০৩ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০১৯
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: শোক র্যালী, আলোচনা, দোয়া ও মুনাজাতের মধ্যে দিয়ে ভালুকায উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তর হতে একটি শোক র্যালী বের হয়। র্যালীটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়ে জাতির জনক সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয় অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্তর মুক্তমঞ্চে নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, মডেল থানার ওসি মাইন উদ্দিন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা রশিদ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়াও সারাদেশের ন্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার মধ্যে দিয়ে জাতির জনকের শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে।


