ভালুকায় ১৫আগষ্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিতঃ ৮:২৮ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০১৯
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় ১৫আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর বাসট্যান্ড জামে মসজিদে পৌর ছাত্রলীগ নেতা মাহিবুল ইসলাম নিউটনের আয়োজনে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ১৫আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সাথে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগ নেতা মো. শান্ত চৌধুরী, এস. এম জনি, উপজেলা নবীনলীগের সভাপতি সৃজন সরকার, সাধারণ সম্পাদক এমদাদুজ্জামান জামিম প্রমুখ।
পরে জতির জনকের অস্থায়ী প্রতিকৃতিতে পৌর ছাত্রলীগ নেতা মাহিবুল ইসলাম নিউটনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।



