|

ভালুকায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিতঃ ৮:৫৭ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দিনটি পালনের আয়োজন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। এ উপলক্ষে ভালুকা বাজারস্থ তাঁর ব্যাক্তিগত কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের (ময়মনসিংহ) সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর আ‘লীগের সাংগঠনিক সম্পাদক জালাল পাঠান, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, শ্রমীকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি প্রভাষক আফজাল হোসেন, শ্রমিকলীগ নেতা নাজমুল হক সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা আসাদুজ্জামান সানা প্রমুখ।

Print Friendly, PDF & Email