ভালুকায় বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসায় জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিতঃ ১২:৫৯ অপরাহ্ণ | আগস্ট ১৬, ২০১৯
স্টাফ রিপোর্ট, ভালুকার খবরঃ ভালুকার শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপিঠ বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
১৫ আগস্ট ২০১৯ সকাল ১০টায় সুপারিনটেনডেন্ট শেখ মো. খাইরুল বাশার এর সভাপতিত্বে আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ- নাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সুপার শেখ মো. খাইরুল বাশার, সহকারী শিক্ষক সফিউল্লাহ লিটন, শিক্ষক প্রতিনিধি হাবিবুর রহমান, সাঈদা হাসমা,সাইফুল্লাহ,রাশিদুল হক,মাওলানা রুহুল আমিন,মাওলানা শহিদুল ইসলাম,ক্বারী মো.আবদুল কাদির।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই তুলে দেয়া হয়।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো. সফিউল্লাহ লিটন ।


