ভালুকায় পিকআপ-লরির সংঘর্ষে নিহত ১
প্রকাশিতঃ ৯:৫৩ অপরাহ্ণ | আগস্ট ১৬, ২০১৯
স্টাফ রিপোর্ট, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় পিকআপ ও লরির সংঘর্ষে উজ্জল মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গোলাপ (১৮) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত উজ্জল মিয়া নান্দাইল উপজেলার মৃত আবুল কালামের ছেলে ও আহত গোলাপ একই উপজেলার মারফত আলীর ছেলে।
শুক্রবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টার বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেপান্তর শুটিং স্পটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি পিকআপ গাড়ি বাসাবাড়ির মালামাল নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি লরি পিকআপ গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়।
দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুস সালাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যায়। এ ঘটনায় আহত অপর একজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি পুলিশি হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।


