|

ছাত্রলীগ সম্পাদক রাব্বানীর নির্দেশে ভালুকায় বৃক্ষরোপণ

প্রকাশিতঃ ১:৩৫ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নির্দেশে বঙ্গবন্ধুর সবুজ সোনার বাংলা গড়তে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ সুজনের উদ্যোগে ভালুকা সরকারি ডিগ্রী কলেজে ফুল, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার দুপুরে কলেজে ভিতরে ফুলের চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন ভালুকা সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ।

এসময় অন্যন্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন ভালুকা সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

এ প্রসঙ্গে ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ সুজন বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার গোলাম রাব্বানী ভাইয়ের নির্দেশনা ও অনুপ্রেরণায় বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষার সামান্য প্রচেষ্টা করেছি। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও পালন করব যাতে মানুষ বেশি বেশি বৃক্ষরোপণে আগ্রহী হয় এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসে। ভালুকা উপজেলা ছাত্রলীগ পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কার্যকর অব্যাহত রাখবে’।

Print Friendly, PDF & Email