ভালুকায় নারী সংবাদ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিতঃ ৩:০২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় এক নারী সংবাদিক ও সাংস্কৃতিক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডলে থানা পুলিশ। রবিবার সকালে পৌর এলাকার মেজরভিটা নামক স্থনের ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানা অফিসার্স ইনচার্জ মাঈন উদ্দিন জানান, ‘সকালে নিহতের বেড রুমের সিলিং ফ্যানের সাথে উড়না গলায় পেচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। হত্যা না আত্মহত্যা এই মুর্হতে বলা যাচ্ছে না। তাই ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেয়ে প্রকৃত ঘটনা জানা যাবে।
পরিবার সূত্রে জানা যায়, দিনা খান তিনি দৈনিক আজকের সংবাদ পত্রিকায় ভালুকা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। সে উপজেলার মেজর ভিটা একটি ভাড়া বাসার নিয়ে থাকতেন। তার স্বামী কিছুদিন আগে মারা যায়। দুটি ছেলে সন্তান রয়েছে।


