|

ভালুকায় বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

প্রকাশিতঃ ৯:৩৩ অপরাহ্ণ | অক্টোবর ১১, ২০১৯

এস.এম. মিজানুর রহমান মজনু, স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ভালুকায় অন্তত দশজন আহত হয়েছেন। প্রাথমিক অবস্থায় আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ডিগ্রী কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মোটরযান শ্রমিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকটি রাস্তার বাঁক নিতে গেলে এ সংঘর্ষে দশজন আহত হয়। পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email